‎রিযিক বৃদ্ধির দুআ

1937064_101385672283_8297377_n


‎রিযিক বৃদ্ধির দুআ:-

(১)اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْقِلَّةِ وَالذِّلَّةِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ
আল্লাহ-হুম্মা ইন্নী আ’ঊযুবিকা মিনাল ফাকরী ওয়াল কিল্লাতি ওয়াযযিল্লাতি, ওয়া আউযুবিকা মিন আন আযলিমা আও উযলাম ।
(আবূ দাঊদ ১৫৪৪ , নাসাঈ ৫৪৭৫)

(২)اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَمِنْ شَرِّ الْغِنَى وَالْفَقْرِ
আল্লা-হুম্মা ইন্নী আউযুবিকা মিন ফিতনাতিন না-রি ওয়া আযা-বিননা-রি ওয়ামিন শাররিল গিনা-ওয়াল ফাকরি ।
(আবূ দাঊদ ১৫৪৩ , বুখারী ৬৩৭৫)

(৩)اللَّهُمَّ فَإِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْغِنَى وَمِنْ شَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ اللَّهُمَّ اغْسِلْ خَطَايَاىَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ اللَّهُمَّ فَإِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْهَرَمِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ
আল্লা-হুম্মা ফাইন্নী আউযুবিকা মিন ফিতনাতিন না-রি ওয়া আযা-বিন না-রি ওয়া ফিতনাতিল কাবরি ওয়া আযা-বিল কাবরি ওয়ামিন শাররি ফিতনাতিল গিনা ওয়ামিন শাররি ফিতনাতিল ফাকরি ওয়া আউযুবিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল, আল্লা-হুম্মাগসিল খতা-ইয়া-ইয়া বিমা-য়িস সালজি ওয়াল বারাদ, ওয়ানাক্কি কলবী মিনাল খতা-ইয়া-কামা-নাক্কাইতাস সাওবাল আবইয়াযা মিনাদ দানাস ওয়া বা-ইদ বাইনী ওয়া বাইনা খতা-ইয়া-ইয়া কামা-বা-আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লা-হুম্মা ফা-ইন্নী আউযুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মাসামি ওয়াল মাগরাম ।
(সহীহ মুসলিম ৬৭৬৪)

(courtesy-fb.fd=আল্লাহর গোলাম আনিসুল)

0 Responses to “‎রিযিক বৃদ্ধির দুআ”



  1. Leave a Comment

Leave a comment